দেশের অনেক পরিবারে একজন প্রবাসীর গল্প থাকে।
আর সেই রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের গল্প -Star Line Food Products Ltd.
বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারেরই একজন প্রবাসী সদস্যের গল্প থাকে। কেউ হয়তো সাউদিতে, কেউ মালয়েশিয়ায় বা ইউরোপের কোনো দেশে জীবিকার তাগিদে হাজার মাইল দূরে কাজ করছেন। এই প্রবাসীরা শুধু নিজেদের পরিবারের জন্য নয়, দেশের অর্থনীতির জন্যও হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ রেমিটেন্স যোদ্ধা।
Star Line Food Products Ltd. গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় সেই সকল প্রবাসীদের, যারা পরিবার থেকে দূরে থেকে কঠোর পরিশ্রম করে প্রতিনিয়ত পাঠিয়ে যাচ্ছেন অর্থ—পরিবারের মুখে হাসি ফোটাতে, সন্তানের ভবিষ্যৎ গড়তে, এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে।
আমরা বিশ্বাস করি, প্রতিটি প্রবাসীর গল্প একেকটি বীরত্বগাথা। Star Line তাদের এই সংগ্রামকে সম্মান জানাতে এবং তাদের পরিবারের পাশে থাকার সংকল্পে কাজ করে যাচ্ছে, যেন তারা দেশে ফিরে পান নিজের ঘরের মতো স্বাদ ও যত্ন।
#starlinefoodproduct
#প্রবাসী2
#90skidsfilm
#probashi2 #প্রবাসীবাংলাদেশী
#ZiaulHoquePolash
#ShimulSharma
#sarafahmedzibon
#shayatehossainsawon
#mayday2023,
#probashijibon
প্রবাসীর গল্প, রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী জীবন, প্রবাসী পরিবার, Star Line Food Products Ltd, বাংলাদেশ প্রবাসী রেমিটেন্স, দেশপ্রেমিক প্রবাসী
0 Comments