Advertisement

Arrival Card ও Customs Declaration ফর্ম অনলাইনে পূরণ করেছেন তো?

 🛬 ভ্রমণের আগে জরুরি: Arrival Card ও Customs Declaration ফর্ম অনলাইনে পূরণ করেছেন তো?

Arrival Card ও Customs Declaration
Arrival Card ও Customs Declaration


আপনি যদি নিয়মিত সিঙ্গাপুর 🇸🇬, মালয়েশিয়া 🇲🇾, থাইল্যান্ড 🇹🇭, ইন্দোনেশিয়া 🇮🇩, ফিলিপাইন 🇵🇭, মালদ্বীপ 🇲🇻 কিংবা ব্রুনেই 🇧🇳 এর মতো দেশে ভ্রমণ করেন, তাহলে জানিয়ে রাখা ভালো — এসব দেশে ইমিগ্রেশনের আগে Arrival Card বা Customs Declaration Form অনলাইনে পূরণ করা বাধ্যতামূলক।


অনেকে না জানার কারণে বিমানবন্দরে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে বিরক্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন — এমনকি অনেক সময় অফিসারের কাছে গিয়ে ফেরত আসতে হয়!


👉 কিছু এয়ারলাইন্স তো বোর্ডিং পাস ইস্যুর সময়ই এসব ডেটা চেক করে থাকে। তাই আপনার যাত্রাকে ঝামেলামুক্ত রাখতে এখনই নিচের লিঙ্কগুলো ব্যবহার করে ফর্ম পূরণ করে ফেলুন:


🌐 অনলাইন ফর্মের অফিসিয়াল লিংকগুলো:


Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/#/home 

Indonesia - https://ecd.beacukai.go.id/ 

Philippine - https://etravel.gov.ph/

Maldives- https://imuga.immigration.gov.mv/traveller

Brunei - https://www.imm.gov.bn/


📌 পরামর্শ:

যাত্রার 24-72 ঘণ্টা আগেই এই ফর্মগুলো পূরণ করে রাখলে সময় ও ঝামেলা—দুটিই বাঁচবে। আপনার সেফ, স্মার্ট ও স্মুথ ভ্রমণের জন্য এটি খুবই জরুরি।


শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও জানে! ✈️



Post a Comment

0 Comments