Advertisement

জেনে নিন ২০২৪ সালে সরকারি ছুটির তালিকা Bangladesh Public Holidays 2024

 জেনে নিন ২০২৪ সালে সরকারি ছুটির তালিকা 

Bangladesh Public Holidays 2024
Bangladesh Public Holidays 2024


বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৪ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে ২০২৪ সালে ২৪ দিন ছুটি পাবেন ব্যাংকাররা।


২০২৪ সালে ছুটির তা‌লিকার মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ ফেব্রুয়ারি শবে বরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ৭ এপ্রিল শবে কদর*, ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতর*, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে–মে দিবস, ২২ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১৬, ১৭ ও ১৮ জুন ঈদুল আজহা*, ১ জুলাই ব্যাংক হলিডে, ১৭ জুলাই আশুরা*, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.)*, ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন), ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ এই দিনগুলোতে কোনো ব্যাংক লেনদেন হবে না। ছুটি পাবেন ব্যাংকের  চাকরিজীবীরা।


জেনে নিন ২০২৪ সালে সরকারি ছুটির তালিকা Bangladesh Public Holidays 2024


Post a Comment

0 Comments